Tuesday, March 13, 2018

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মিথ্যা, ভূয়া ও ষড়যন্ত্রমূলক সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটি কলেজ ছাত্রলীগের ইতিহাসে সবচেয়ে সফল কমিটি। কলেজ ছাত্রলীগের কমিটি গঠনের পর থেকে একের পর এক ইতিহাস সৃষ্টি করে পুরো কলেজ কে ছাত্রলীগের ঘাঁটিতে পরিণত করতে যার সবচেয়ে বেশি অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ রয়েছে তিনি হলেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। কালের কণ্ঠ পত্রিকায় কলেজ ছাত্রলীগের সড়ক নির্মাণ নামে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দ্যশে প্রণোদীত। মূলত কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে কক্সবাজার সদর-রামু আসনের মাননীয় সাংসদ কক্সবাজার সরকারি কলেজে " শেখ রাসেল" সড়ক নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ দেয়। এই প্রকল্প কমিটির সভাপতি ইয়াকুব আলী ইমন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ ৫ সদস্য বিশিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে উক্ত সড়ক নির্মাণ কাজ শুরু করেছে।  এই বিষয় নিয়ে কলেজের অধ্যক্ষ মহোদয় অবগত আছে তিন মাস আগে। সড়কটি নির্মাণের ব্যাপারে শিক্ষক পরিষদ বেশ কয়েকটি মিটিংও করে। তাছাড়া কলেজের অধ্যক্ষ মহোদয় জামায়তপন্থী হওয়ায় আওয়ামীলীগ সরকারের এমপি ও "শেখ রাসেল " সড়ক নির্মাণ করায় রাস্তাটি করতে চায় না।  আর  সরকারি বরাদ্দে কলেজে শেখ রাসেল সড়ক নির্মাণ করছে।  এতে কলেজ ছাত্রলীগ কেন জায়গা দখল করবে? সাখাওয়াত হোসেনের কর্ম দক্ষতা, পরিশ্রম ও জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে এবং শেখ রাসেলের নামে সড়ক নির্মাণ করায় একদল জামায়াত-শিবিরের দালাল, সুবিদাবাদী হাইব্রীডরা  সাখাওয়াত ও কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে তার ও কলেজ ছাত্রলীগের সুনাম নষ্ট করার চেষ্টা চালাচ্ছে।
আমি এমন মিথ্যা, ভূঁয়া ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।